ইদ মিলাদ-উন-নবি ২০২১ বাংলাদেশ

বাংলাদেশে ইসলাম ধর্মে ইদে মিলাদ-উন-নবি একটি বিশেষ উৎসব। এই দিনটি হজরত মহম্মদের জন্ম দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি বিশ্ব নবি দিবস হিসেবে পালিত হয়ে আসছে গোটা দেশে। নবি দিবসকে অনেকেই বলে থাকেন ‘ফতেহা দোয়াজ দহম। আবার এই দিনটি ইদ ই-মিলাদ-উন নবি হিসেবেও পালিত হয়। সোমবার থেকে শুরু হয়ে মঙ্গলবার সন্ধে পর্যন্ত নবি দিবসের সময়সীমা। ধর্মপ্রাণ মুসলিমরা প্রিয় নবি হজরত মহম্মদ সাঃ-এর জন্মদিন ধুমধামের সঙ্গে পালন করে থাকে। তবে মুসলিম বিশ্বের একাংশ আবার জন্মদিন পালনে উৎসাহী নয়, তা বলাই বাহুল্য।

Post a Comment

0 Comments